GROUP - A (BENGALI) MARKS-35
মাইকেল মধুসূদন দত্ত
(২৫ জানুয়ারি, ১৮২৪ – ২৯ জুন, ১৮৭৩)
আমাদের বাংলা ভাষা ও সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, শনিবার জন্মগ্রহণ করেন।' পিতা রাজ নারায়ণ দত্ত ছিলেন তৎকালীন সময়ে কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন সুখ্যাত আইন ব্যবসায়ী। মাতা জাহ্নবী দেবী ছিলেন তৎকালীন সময়ে কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন সুখ্যাত আইন ব্যবসায়ী। শিশুকালে মধুসূদনের হাতেখড়ি হয়েছিল তাঁদের বাড়ির চন্ডী মন্ডপে। এরপর তিনি তাঁর গ্রামের নিকটবর্তী শেখপুরা গ্রামের এক মৌলভী শিক্ষকের নিকট ফারসী শিখতেন। এই চন্ডী মন্ডপের শিক্ষা ও মৌলভী শিক্ষকের শিক্ষায় তার প্রাথমিক শিক্ষার ভিত্তি রচিত হয়েছিল। ১৮৩৭ সালে মধুসূদন হিন্দু কলেজে ভর্তি হন এবং ১৮৪১ সালের শেষদিন পর্যন্ত সেখানে ইংরেজী ও ফারসী অধ্যয়ন করেন।
আজকের পোস্টে মাইকেল মধুসূদন দত্ত অধ্যায় থেকে প্রথম সেটে ৫০ টি প্রশ্ন সেয়ার করা হল। যার উত্তর দুই এক দিনের মধ্যে পেয়ে যাবেন। তবে তার আগে দেখে নিন আপনাদের কয়টি প্রশ্নের সঠিক উত্তর জানা আছে।
প্রশ্ন সেট # ১
১। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্য কোনটি?
ক) মেঘনাদবধ কাব্য
খ) বীরাঙ্গনা
গ) ব্রজ্যাজ্ঞানা
ঘ) ক্যাপটিভ লেডি
২। কত খ্রিষ্টাব্দে মধুসূদন দত্ত প্রথম সনেট রচনা করেন?
ক) ১৮৬৫
খ) ১৮৬০
গ) ১৮৭৫
ঘ) ১৮৪০
৩। মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?
ক) খুলনা
খ) কুমিল্লা
গ) যশোর
ঘ) কুষ্টিয়া
৪। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি?
ক) নীল দর্পণ
খ) বাবর
গ) কৃষ্ণকুমারী
ঘ) বিষবৃক্ষ।
৫। মধুসূদন দত্তের বন্ধুর নাম কী?
ক) রাজনারায়ণ দত্ত
খ) রাজনারায়ণ বসু
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) দীনবন্ধু মিত্র
৬। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্টধর্মে দীক্ষিত হন?
ক) ১৮৪৩ খ্রিস্টাব্দে ৯ ফেব্ররুয়ারি
খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে ৯ মার্চ
গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে ১৯ জানুয়ারি
ঘ) ১৮৭৩ খ্রিস্টাব্দে ২১ জুন
৭। উনিশ শতকের নাট্যসাহিত্য ধারার অন্যতম রূপকার কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) দীনবন্ধু মিত্র
৮। অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি?
ক) ব্রজাঙ্গনা কাব্য
খ) বীরাঙ্গনা কাব্য
গ) তিলোত্তমা সম্ভব কাব্য
ঘ) মেঘনাদবধ কাব্য
৯। প্রশ্নঃ কোনটি মাইকেল মধুসূদন দত্ত রচিত নয়?
ক) পদ্মাবতী
খ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
গ) চতুর্দশপদী কবিতাবলী
ঘ) সনেট পঞ্চায়েত
১০। মাইকেল মধুসূধন দত্তের প্রহসন-
ক) অতি অল্প হইল
খ) একেই কি বলে সভ্যতা
গ) ফাঁস কাগজ
ঘ) এর উপায় কি
১১। ‘কপোতাক্ষ নদ’ কোন জাতীয় কবিতা?
ক) গদ্য কবিতা
খ) গীতিকবিতা
গ) সনেট
ঘ) পয়ার
১২। নিম্ন গ্রন্থগুলোর মধ্যে মধুসূদনের রচিত কোনটি?
ক) রত্নাবতী
খ) সীতার বনবাস
গ) মায়াকানন
ঘ) রামচরিত মানস
১৩। অমিত্রাক্ষর ছন্দে রচিত মহাকাব্য ‘মেঘনাদ বধ’ এর রচয়িতা কে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম
১৪। একেই কি বলে সভ্যতা? কে লিখেছেন?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৫। মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোন গ্রন্থে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন?
ক. তিলোত্তমাসম্ভব কাব্য
খ. বীরাঙ্গনা কাব্যে
গ. পদ্মাবতী নাটকে
ঘ. ব্রজাঙ্গনা কাব্যে
১৬। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. মধুসূদন দত্ত
১৭। মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ কাব্য’ প্রকৃতপক্ষে কোন রসের কাব্য?
ক. বীররস
খ. করুণ রস
গ. শান্ত রস
ঘ. মধুররস
১৮। কোন কবিকে জাগরণের কবি বলা হয়?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. জীবনানন্দ দাস
গ. মধুসূদন দত্ত
ঘ। কবি সুকান্ত
১৯। ‘মেঘনাদ বধ’ কাব্যের রচয়িতা কে?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধায়
খ. নবীনচন্দ্র সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. বিহারীলাল চক্রবর্তী
২০। মাইকেল মধুসূদন রচিত ‘ওড’ (ode) জাতীয় কাব্য কোনটি?
ক. বীরাঙ্গনা
খ. তিলোত্তমাসম্ভব
গ. মেঘনাদবধ
ঘ. ব্রজাঙ্গনা
২১। মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যের উৎস কি?
ক. রামায়ণ
খ. মহাভারত
গ. ভগবত
ঘ. কুমারসম্ভব
২২। ‘বীরাঙ্গনা’ কোন ছন্দে রচিত?
ক. অমিত্রাক্ষর
খ. মাত্রাবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. গদ্য কবিতা
২৩। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডী নাটক-
ক. কৃষ্ণকুমারী
খ. শর্মিষ্ঠা
গ. ভদ্রার্জুন
ঘ. দি ডিসগাইস
২৪। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়?
ক. মণিরামপুর
খ. চৌগাছা
গ. কেশবপুর
ঘ. অভয়নগর
২৫। মধুসূদনের প্রথম গ্রন্থের নাম কি?
ক. রাজমোহনস্ ওয়াইফ
খ. ব্রজাঙ্গনা কাব্য
গ. ক্যাপটিভ লেডী
ঘ. ক্লিওপেট্রা
২৬। বাংলা সাহিত্যের আধুনিকতার জনক কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
২৭। ‘সনেট’ কবিতার প্রবর্তক কে?
ক. দ্বিজেন্দ্রলাল রায়
খ. রজনীকান্ত সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. অতুলপ্রসাদ সেন
২৮। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
ক. মহাভারত
খ. মহাশ্মশান
গ. মেঘনাদ বধ
ঘ. অশ্রুমালা
২৯। মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ কোন্ ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত ছন্দ
খ. অক্ষরবৃত্ত ছন্দ
গ. মাত্রাবৃত্ত ছন্দ
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
৩০। মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে কতগুলো সনেট রয়েছে?
ক. ৮২টি
খ. ৯২টি
গ. ১০২টি
ঘ. ১১৪টি
৩১। সনেটকে বাংলায় কি বলা হয়?
ক. সনেট
খ. অষ্টক পদ্য
গ. ষট্ক পদ্য
ঘ. চতুর্দশপদী কবিতা
৩২। মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি
ক. মহাকাব্য রচনা
খ. দেশপ্রেম বিষয়ক রচনা
গ. সনেটের প্রবর্তন
ঘ. প্রহসন রচয়িতা
৩৩। ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৩৪। ‘কৃষ্ণকুমারী’ নাটকের নাট্যকার-
ক. গিরীশচন্দ্র ঘোষ
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. মাইকেল মধুসূধন দত্ত
ঘ. মহেন্দ্র গুপ্ত
৩৫। নিচের কোনটি একটি মহাকাব্য?
ক. কপালকুণ্ডলা
খ. নীলদর্পণ
গ. মরুশিখা
ঘ. মেঘনাদ বধ
৩৬। মধুসূদনের কোন নাটকটি ঐতিহাসিক?
ক. শর্মিষ্ঠা
খ. পদ্মাবতী
গ. কৃষ্ণকুমারী
ঘ. একেই কি বলে সভ্যতা
৩৭। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. নবীনচন্দ্র সেন
৩৮। মাইকেল মধুসূদ দত্তের ‘বীরঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য?
ক. মহাকাব্যে
খ. সনেট
গ. পত্রকাব্য
ঘ. গীতিকাব্য
৩৯। মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?
ক. অষ্টাদশ শতাব্দী
খ. উনবিংশ শতাব্দী
গ. বিংশ শতাব্দী
ঘ. একবিংশ শতাব্দী
৪০। ‘একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
ক. কাব্য
খ. প্রহসন
গ. মহাকাব্য
ঘ. উপন্যাস
৪১। মাইকেল মধুসূদনের প্রথম বাংলা কাব্য কোনটি?
ক. মেঘনাদবধ
খ. তিলোত্তমাসম্ভব
গ. ব্রজাঙ্গনা
ঘ. বীরাঙ্গনা
৪২। চতুর্দশপদী কবিতায় কতটি পঙ্ক্তি থাকে?
ক. তেরটি
খ. চৌদ্দটি
গ. পনেরিটি
ঘ. ষোলটি
৪৩। সনেটের শেষ ছয় পঙক্তিকে কি বলে?
ক. অষ্টক্
খ. ধারা
গ. ষটক্
ঘ. অণুকাব্য
৪৪। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
ক. ভদ্রার্জুন
খ. কৃষ্ণকুমারী
গ. শর্মিষ্ঠা
ঘ. পদ্মাবতী
৪৫। 'মেঘনাদবধ কাব্যে' যুদ্ধের সময় পশ্চিম দুয়ারে রক্ষ হিসেবে কে ছিল?
ক. বীর নীল
খ. অঙ্গদ
গ. সুগ্রীব
ঘ. রামচন্দ্র
৪৬। ‘বুড়ো শালিকের ঘাড়ে রো’ কোন জাতীয় শিল্পকর্ম?
ক. উপন্যাস
খ. নাটক
গ. প্রহসন
ঘ. ছোটগল্প
৪৭। বাংলা কাব্য সাহিত্যের আধুনিকতার জনক-
ক. রবীন্দ্রনাথ
খ. শরৎচন্দ্র
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. মধুসূদন দত্ত
৪৮। মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো-
ক. বিষাদ সিন্ধু
খ. তিলোত্তমা
গ. মেঘনাদ বধ
ঘ. দত্তা
৪৯। মাইকেল মধুসূদন দত্তের 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
৫০। ‘দি ক্যাপটিভ লেডি’ (The Captive Lady) কাব্যটি লিখেছেন-
ক. উইলিয়াম কেরি
খ. মাইকেল মধুসূদন
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন সেট # ১
Reviewed by Anamikadbn
on
03:47
Rating:
I am unable to take print
ReplyDeletePlease allow copy print
ReplyDelete.
ReplyDeleteSir, when will I get the answers?
ReplyDeleteবুড়ি সালিকের ঘাড়ে রো প্রবাদটির অর্থ কি?
ReplyDeleteNice question
Deleteans. kothay paoya jabe?
ReplyDeletePDF, hobe sir ai question golir.
ReplyDelete