মাইকেল মধুসূদন দত্ত

GROUP - A (BENGALI) MARKS-35

মাইকেল মধুসূদন দত্ত  
(২৫ জানুয়ারি, ১৮২৪ – ২৯ জুন, ১৮৭৩) 





আজকের পোস্টে মাইকেল মধুসূদন দত্ত  অধ্যায় থেকে আরও ৪০ টি প্রশ্ন ও উত্তর সেয়ার করা হল। 


১. কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালে জন্মগ্রহণ করেন।
২. কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালে মৃত্যুবরণ করেন।
৩. মাইকেল মধুসূদন দত্ত কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
৪. 'বঙ্গভাষা' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তর : 'বঙ্গভাষা' কবিতাটি 'চতুর্দশপদী কবিতাবলী' কাব্যগ্রন্থের অন্তর্গত।
৫. 'মাইকেল' উপাধিটি মধুসূদন দত্তের নামের আগে কখন যুক্ত হয়?
উত্তর : 'মাইকেল' উপাধিটি মধুসূদন দত্তের নামের আগে খ্রিস্ট ধর্ম গ্রহণের পর যুক্ত হয়।
৬. মধূসূদন দত্ত কত সাল থেকে সনেট রচনা শুরু করেন?
উত্তর : মধূসূদন দত্ত ১৮৬০ থেকে সনেট রচনা শুরু করেন।
৭. সনেটের প্রথম ৮ পঙ্ক্তিকে কী বলা হয়?
উত্তর : সনেটের প্রথম ৮ পঙ্ক্তিকে অষ্টক বলা হয়।
৮. সনেটের শেষ ৬ পঙ্ক্তিকে কী বলা হয়?
উত্তর : সনেটের শেষ ৬ পঙ্ক্তিকে ষটক বলা হয়।
৯. কবি ইংরেজি ভাষাকে কিসের সাথে তুলনা করেছেন?
উত্তর : কবি ইংরেজি ভাষাকে শৈবালের সাথে তুলনা করেছেন।
১০. কবি বাংলা ভাষাকে কিসের সাথে তুলনা করেছেন?
উত্তর : কবি বাংলা ভাষাকে পদ্মকাননের সাথে তুলনা করেছেন।
১১. 'বঙ্গভাষা' কবিতার চরণ সংখ্যা কয়টি?
উত্তর : 'বঙ্গভাষা' কবিতার চরণ সংখ্যা ১৪টি।
১২. কবি নিজেকে কী বলে ধিক্কার দিয়েছেন?
উত্তর : কবি নিজেকে 'অজ্ঞান তুই' বলে ধিক্কার দিয়েছেন।
১৩. বঙ্গভাষা কবিতার প্রতিটি চরণে কতটি মাত্রা আছে?
উত্তর : বঙ্গভাষা কবিতার প্রতিটি চরণে ১৪টি মাত্রা আছে।
১৪. 'বঙ্গভাষা' কবিতায় 'পর-ধন' বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : 'বঙ্গভাষা' কবিতায় 'পর-ধন' বলতে কবি বিদেশি সাহিত্যকে বুঝিয়েছেন।
১৫. 'আজ্ঞা' শব্দের অর্থ কী?
উত্তর : 'আজ্ঞা' শব্দের অর্থ আদেশ।
১৬. 'কায়' শব্দের অর্থ কী?
উত্তর : 'কায়' শব্দের অর্থ শরীর।
১৭. 'কুক্ষণে' শব্দের অর্থ কী?
উত্তর : 'কুক্ষণে' শব্দের অর্থ অশুভ সময়ে।
১৮. 'অবোধ' শব্দের অর্থ কী? 
উত্তর : 'অবোধ' শব্দের অর্থ নির্বোধ। 
১৯. 'বঙ্গভাষা' কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর : 'বঙ্গভাষা' কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত?
২০. রাজরানায়ণ বসু কে ছিলেন?
উত্তর : রাজরানায়ণ বসু ছিলেন মাইকেল মধুসূদনের বন্ধু।
২১. 'বঙ্গভাষা' কবিতাটির আদি নাম কী?
উত্তর : 'বঙ্গভাষা' কবিতাটির আদি নাম 'কবি মাতৃভাষা'।
২২. মাইকেল মধুসূদন দত্ত কতটি ভাষা শিখেছিলেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ১৩/১৪টি ভাষা শিখেছিলেন?
২৩. মাইকেল মধুসূদন দত্ত কোন কলেজে অধ্যয়ন করেছিলেন?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত হিন্দু কলেজে অধ্যয়ন করেছিলেন।
২৪. সনেটের কয়টি পর্ব থাকে?
উত্তর : সনেটের দু'টি পর্ব থাকে।
২৫. কুললক্ষ্মী কে?
উত্তর : কুললক্ষ্মী কাব্য রচনার প্রেরণাদাত্রী দেবী।
২৬. সনেটের শেষের ছয়টি চরণে কী থাকে?
উত্তর : সনেটের শেষের ছয়টি চরণে ভাবের পরিণতি থাকে?
২৭. মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্যের নাম কী?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্যের নাম 'মেঘনাদবধ কাব্য'।
২৮. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসনের নাম কী?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসনের নাম 'একেই কি বলে সভ্যতা?'।
২৯. বাংলা সাহিত্যের প্রথম সনেট কোনটি?
উত্তর : বাংলা সাহিত্যের প্রথম সনেট 'বঙ্গভাষা'।
৩০. মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্য কোনটি?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্য 'ক্যাপটিভ লেডি'।

৩১. মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমে তার কোন ধরনের সাহিত্যকর্মে প্রবলভাবে প্রকাশ লাভ করেছে?
উত্তর  সনেটে 
৩২ মধুসূদন দত্ত যে সাহিত্য রচনা করে অমর হয়ে রয়েছেন তা হলো 
উত্তর : মেঘনাদ বধ কাব্য।
৩৩ মাইকেল মধুসূদন দত্তের ‘ মেঘনাদবধ কাব্য’প্রকৃত পক্ষে কোন রসের কাব্য ?
উত্তর : বীর রস
৩৪ বাংলা সাহিত্যের প্রথম মহাকবি কে ?
উত্তর :মাইকেল মধুসূদন দত্ত ।
৩৫ মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’কাব্যের কাহিনীর উৎস কি ?
উত্তর : রামায়ণ ।
৩৬ বাংলা সাহিত্যে আধুনিকতার প্রবর্তক ? 
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত ।
৩৭ অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট কি ? 

উত্তর : অন্ত্যমিল নেই ।
৩৮ ‘ একেই কি বলে সভ্যতা’ এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা ? 
উত্তর : প্রহসন ।
৩৯ ‘ বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ কার রচনা ? 
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
৪০ বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক 
উত্তর : কৃষ্ণকুমারী ।

আমাদের পেজটি লাইক ও সেয়ার করতে ভুলবেন না।  



Read More:

মাইকেল মধুসূদন দত্ত   মাইকেল মধুসূদন দত্ত Reviewed by Anamikadbn on 13:00 Rating: 5

1 comment:

  1. একেই কি বলে সভ্যতা? থেকে প্রশ্ন ও উত্তর আপলোড করুন।

    ReplyDelete

Powered by Blogger.