প্রথম অধ্যায় : শিক্ষা ও দর্শন / ক্লাস 12
প্রথম একক: (MCQ)
১. philosophy শব্দের আভিধানিক অর্থ হল
(ক) বস্তুর প্রতি ভালবাসা
(খ) জ্ঞানের প্রতি ভালবাসা
(গ) সত্যের প্রতি ভালবাসা
(d) ঈশ্বরের প্রতি ভালবাসা
২. philosophy শব্দটি এসেছে philos এবং sophia শব্দ থেকে যা
(ক ) ল্যাটিন শব্দ
(খ) গ্রিক শব্দ
(গ ) সেল্টিক শব্দ
(ঘ ) রোমান শব্দ
৩. দর্শনের প্রকৃতি হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে
(ক) সমালোচনামূলক
(খ) কৃত্রিম
(গ) ব্যাপক
(ঘ ) উপরের সবগুলো
৪. শিক্ষা এর গতিশীল দিক
(ক ) মনোবিজ্ঞান
(খ ) সমাজবিজ্ঞান
(গ) দর্শন
(ঘ ) সাহিত্য
৫. দর্শন এবং শিক্ষার মধ্যে মিথস্ক্রিয়া আছে, অন্যটি ছাড়া
(ক) অসম্পূর্ণ এবং অপ্রয়োজনীয়।
(খ) সম্পূর্ণ এবং সম্পূর্ণ
(গ) কার্যকরী এবং দক্ষ
(ঘ) উদ্দেশ্যমূলক
৬. দর্শন সমগ্র ক্ষেত্র সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে এবং উত্তর দেয়
(ক ) ভৌত বিজ্ঞান
(খ) শিক্ষা
(গ) পরিবেশ
(ঘ ) সমাজবিজ্ঞান
৭. বিশ্বের সব দার্শনিকও হয়েছে
(ক) মহান নেতা
(খ) দারুণ বক্তা
(গ) মহান শিক্ষাবিদ
(ঘ ) দারুণ নিরাময়কারী
৮. শিক্ষাগত দর্শনের সুযোগ সরাসরি সংশ্লিষ্ট
(ক) শিক্ষাগত মূল্যায়ন
(খ ) প্রাথমিক শিক্ষা
(গ) শিক্ষার ধারণা
(ঘ ) শিক্ষার সমস্যা
৯. শিক্ষার দর্শনের সুযোগ গঠিত হয়
(ক ) সমাজের বিশ্বাস
(খ) শিক্ষাগত মূল্যবোধ।
(গ) রাজনৈতিক নীতি
(ঘ ) মানুষের মূল্যবোধ
১১. শিক্ষার লক্ষ্যগুলি আপেক্ষিক
(ক ) ধর্মের লক্ষ্য
(খ ) শিক্ষকের লক্ষ্য
(গ) জীবনের লক্ষ্য
(ঘ ) সরকারের লক্ষ্য
উত্তর :
১. (খ) জ্ঞানের প্রতি ভালবাসা
২. (খ) গ্রিক শব্দ
৩. (ঘ ) উপরের সবগুলো
৪. (গ) দর্শন
৫. (ক) অসম্পূর্ণ এবং অপ্রয়োজনীয়।
৬. (খ) শিক্ষা
৭. (গ) মহান শিক্ষাবিদ
৮. (ঘ ) শিক্ষার সমস্যা
৯. (খ) শিক্ষাগত মূল্যবোধ।
১০. (গ) জীবনের লক্ষ্য
প্রথম অধ্যায় : শিক্ষা ও দর্শন / ক্লাস 12
Reviewed by Anamikadbn
on
08:05
Rating:
Reviewed by Anamikadbn
on
08:05
Rating:

No comments: